বাংলাদেশ এখন অন্য দেশ থেকে জ্ঞান ও প্রযুক্তি আমদানি করে। ভবিষ্যতে গবেষণার মাধ্যমে জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতা রপ্তানির যোগ্যতা অর্জন করতে হবে। বললেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যারয়ের কার্জন হলে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড-২০১ ‘র উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার উচ্চ শিক্ষায় গবেষণার ওপর জোর দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ে গবেষণা বাড়িয়ে নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে। নতুন প্রজন্ম অনেক মেধাবী। তাদের বিশ্বমানের জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতায় গড়ে তুলতে হবে। তারা ভবিষ্যতে নেতৃত্ব দেবে।
নুরুল ইসলাম নাহিদ বলেন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় ছেলে-মেয়েদের সমতা বিরাট অর্জন। বিজ্ঞানে শিক্ষার্থীর সংখ্যা অনেক বাড়ছে। এর জন্য পাঠ্যপুস্তক, পরীক্ষা পদ্ধতি সহজ ও আকর্ষণীয় করে বইয়ের বোঝা কমাতে হবে।
এইচটি/এসএস